Header Ads

ডিএ বিতর্ক, আদালতের রায়ের পরও আন্দোলনের পথে কো-অর্ডিনেশন কমিটি!


নজরবন্দি ব্যুরো: ডিএ বিতর্কে হাইকোর্টের রায় নিয়ে ভিন্ন সুর বামপন্থী কর্মচারী সংগঠনের। আদালত সরকারি কর্মচারীদের পক্ষে রায় দিলেও আন্দোলনের পথ থেকে সরছে না রাজ্য কো-অর্ডিনেশন কমিটি।
তাঁদের কথা অনুসারে, কর্মচারীদের অধিকার রক্ষার জন্য আন্দোলনই শেষ রাস্তা। অপরদিকে, তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন স্বাগত জানাল আদালতের এই রায়কে।
ডিএ পাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, গতকাল এই রায় দিয়েছেন বিচারপতি দেবাশিস কর গুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ।
আদালতের রায়ের প্রেক্ষিতে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ বলেন, " সকল রাজ্য সরকারী কর্মীই জানেন, ডিএ পাওয়া তাঁদের অধিকার। আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু এই অধিকার রক্ষার জন্য আন্দোলনই শেষ রাস্তা।" রাজ্য সরকারকে তাঁরা পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৬ নভেম্বর পে- কমিশন গঠন করা সরকার নির্ধারিত শেষ দিন। যদি ওই দিনে পে-কমিশন গঠন না হয় তাহলে নবান্ন অবরোধ করবে রাজ্যের শ্রমিক-কর্মচারীরা।  
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.