Header Ads

তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট জল্পনা বাড়ছে! পঞ্চায়েত থেকেই যাত্রা শুরু মিশন ২০১৯-এর।


নজরবন্দি ব্যুরো: রাজ্যে একসঙ্গে পথ চলা শুরু কংগ্রেস-তৃণমূলের? প্রশ্নটা উঠতে শুরু করেছে। ২০১৯ এর লোকসভাকে সামনে রেখে এবার জোট জল্পনা প্রকাশ্যে। আসন্ন লোকসভার নির্বাচনের কথা ভেবে পঞ্চায়েতেও তৃণমূলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কংগ্রেস। জেলা সভাপতি মৌসম বেনজির নুর ঘোষণা করলেন, ত্রিশঙ্কু পঞ্চায়েতগুলিতে তৃণমূলকেই সমর্থন করবে কংগ্রেস।

রাজ্যের শাসক দলের জেলা নেতৃত্বও কংগ্রেসের এই সিদ্ধান্তে বেশ খুশি। বিজেপিকে থামাতে কংগ্রেস যেভাবে এগিয়ে এসেছে, তাকে স্বাগত জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি মোয়াজ্জেম হোসেন। কংগ্রেস জেলা সভাপতি মৌসম বেনজির নুর বলেন, হাই-কম্যান্ডের নির্দেশ মেনেই আমরা বিজেপিকে আটকাতে তৃণমূলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই ব্যাপারে  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, দলকে না জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একেবারেই কারুর ব্যক্তিগত সিদ্ধান্ত।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.