আবার পর্দায় ফিরছেন প্রীতি জিন্টা।
নজরবন্দি ব্যুরোঃ ফের সিনেমার পর্দায় ফিরছেন প্রীতি। তবে বলিউড নয়, প্রীতি ফের অভিনয়ে ফিরছেন ভোজপুরি ছবির হাত ধরে। 'ভাইয়াজী সুপারহিট' নামে একটি ভোজপুরি ছবিতে দেখা যাবে প্রীতিকে
।
প্রীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সানি দেওল, আমিশা প্যাটেল, আরসাদ ওয়ারসির মতো অভিনেতাকে। এই ছবিতে স্বপ্না দুবে নামক একটি চরিত্রে দেখা যাবে প্রীতিকে। ছবিটি মুক্তি পাবে এবছরের ১৯ অক্টোবর। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন প্রীতি।
ক্যাপশানে লিখেছেন, "Hey folks, guess what? It's #SapnaDubey on the big screen with #BhaiajiSuperhit hitting on the 19th of October in cinemas near you! #PZisBack!"
।
প্রীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে সানি দেওল, আমিশা প্যাটেল, আরসাদ ওয়ারসির মতো অভিনেতাকে। এই ছবিতে স্বপ্না দুবে নামক একটি চরিত্রে দেখা যাবে প্রীতিকে। ছবিটি মুক্তি পাবে এবছরের ১৯ অক্টোবর। নিজের টুইটার হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন প্রীতি।

No comments