মুখ্যমন্ত্রীর কবিতায় সেজে উঠবে এবার দক্ষিণ কলকাতার মন্ডপ।
নজরবন্দি ব্যুরোঃ পুজো মানেই এক খুশির আবহ। সেই খুশি যে সাধারণ মানুষের সুখ দুঃখকে কেন্দ্র করেই আবর্তিত হয় তা বলার অপেক্ষা রাখে না। আর এই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর কবিতাকে পুজোর থিম বানাচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর স্বাধীন সংঘ।
সাঁওতাল আদিবাসীদের জীবন নিয়ে কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "বাংলা জানাম এতহব রেন। পেড়া বয়হা আব ক রেন", মুখ্যমন্ত্রীর এই কবিতাতেই এবার সেজে উঠবে ভবানীপুর স্বাধীন সংঘের মন্ডপ। পুজো কমিটির সাধারণ সম্পাদক অসীম বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পাওয়ার পরেই তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।
অলচিকি ভাষায় কবিতার মাধ্যমে জঙ্গলমহলের সাধারণ মানুষের পাশে থাকার যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাকেইএবার পুজোয় তুলে ধরবে ভবানীপুর স্বাধীন সংঘ।
সাঁওতাল আদিবাসীদের জীবন নিয়ে কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "বাংলা জানাম এতহব রেন। পেড়া বয়হা আব ক রেন", মুখ্যমন্ত্রীর এই কবিতাতেই এবার সেজে উঠবে ভবানীপুর স্বাধীন সংঘের মন্ডপ। পুজো কমিটির সাধারণ সম্পাদক অসীম বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পাওয়ার পরেই তারা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।

No comments