জর্জকে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে সবুজ-মেরুন।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতা লিগের তৃতীয় ম্যাচেও জয় পেল মোহনবাগান।রবিবাসরীয় বিকেলে জর্জ টেলিগ্রাফকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি করেন ডিপান্ডা ডিকা।
এ দিন মোহনবাগান কিন্তু ছিল অনেকটাই ছন্নছাড়া,বিরক্তিকর ফুটবল। তবে জর্জের লড়াইকে কুর্নিশ জানাতেই হয়। পর পর তিন ম্যাচ জিতে কলকাতা প্রিমিয়ার লিগের শীর্ষে চলে গেল মোহনবাগান।এদিন প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে সবুজ-মেরুন।
তবে ৪২ মিনিটে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় মোহনবাগান। খেলার ৭২ মিনিটে গোলের দেখা পায় মোহনবাগান। তীর্থঙ্কর সরকারের বাঁ পায়ের ক্রস তাড়া করেন হেনরি আর ডিকা দুজনেই। শেষে হেডে অনবদ্য গোল করেন ডিকা।

No comments