Header Ads

জাল ভোটার কার্ড চক্রে জড়ালেন গেরুয়া নেতা! চুপ বঙ্গ বিজেপি


নজরবন্দি ব্যুরো: এবার জাল ভোটার কার্ড চক্রের সঙ্গে নাম জড়াল বনগাঁর এক গেরুয়া নেতার। আগাম খবর পেয়ে, সোমবার রাতে রেটপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।
ওই ব্যক্তির নাম নাম অমিত রায় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তার কাছ থেকে মিলেছে প্রচুর জাল ভোটার কার্ড, হলোগ্রাম-বিহীন ভোটার কার্ড, ভুয়ো লাইসেন্স ও মহকুমা শাসকের স্ট্যাম্প।এমনটাই দাবি পুলিশের।
 পুলিশের আরও দাবি, ধৃত ব্যক্তি বনগাঁ পৌরমণ্ডলের বিজেপির সহ-সভাপতি। একই চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে মঙ্গলবার সকালে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকেই আজ আদালতে তোলা হয়। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.