Header Ads

যাত্রী টানতে ভাড়া কমতে চলেছে 'বাংলাশ্রী' এক্সপ্রেসের।

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই চালু হয়েছিল বাংলাশ্রী এক্সপ্রেস। সেই এক্সপ্রেসের ভাড়া ১০ থেকে ১৫ শতাংশ কমানোর বিষয়ে এবার ভাবনাচিন্তা শুরু করলো পরিবহণ দপ্তর। কলকাতা শহরের সাথে জেলা সদর গুলিকে যুক্ত করতে নবান্ন থেকে চালু করা হয়েছিল বাংলাশ্রী বাস পরিষেবা। রাজ্য জুড়ে মোট ২০টি বাস চালানো হত এই পরিষেবায়। কিন্তু দুসপ্তাহের মধ্যেই সমস্যায় বাংলাশ্রী।

 যাত্রীর অভাবে একাধিক রুটে বন্ধ হওয়ার পথে পরিষেবা। কোথাও কোথাও মাত্র ৩-৪ জন যাত্রী নিয়ে চলছে বাস। সমস্যা সমাধানে বাসের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে কমানো হতে পারে ১০ থেকে ১৫ শতাংশ ভাড়া।

কিন্তু কেন এত কম যাত্রী নিয়ে চলাচল করতে হচ্ছে বাস গুলিকে? ট্রেনের তুলনায় এই বাস গুলির ভাড়া কিছুটা বেশি। তাছাড়া গন্তব্যে পৌঁছতে সময়ও বেশি লাগে। বর্ষাকালে বাড়ে দুর্ভোগ। আর সেই কারণেই বাংলাশ্রী থেকে মুখ ফিরিয়েছেন যাত্রীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.