পুজোয় মহৎ উদ্যোগে এটিকেএফএফ
রানা মিত্রঃ শুধু মাঠে গিয়ে প্রিয় দল কে সাপোর্ট করা নয়,মাঠের বাইরেও তাদের একটা সামাজিক দায়বদ্ধতার ভূমিকা দেখা গেছে l তারা এটিকেএফএফ বা এটিকে ফ্যান্স ফ্র্যটার্নিটি,সৌরভ গাঙ্গুলীর এটিকের অফিসিয়াল ফ্যান্স ক্লাব l
গত দু বছরের মত তারা এবারও পুজোর সময় দুঃস্থ পথ শিশুদের জামাকাপড় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে,প্রথম বছর এক হাজার,দ্বিতীয় বছর দু হাজারের পর এবার তাদের লক্ষ্য তিন হাজার শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া l কলকাতার বিভিন্ন নামী পুজো উদ্যোক্তারাও এটিকেএফএফ-র এই মহৎ উদ্যোগে সামিল হচ্ছেন l পুজোর ঠিক আগেই এই কর্মসূচী রূপায়িত হবে l
গত দু বছরের মত তারা এবারও পুজোর সময় দুঃস্থ পথ শিশুদের জামাকাপড় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে,প্রথম বছর এক হাজার,দ্বিতীয় বছর দু হাজারের পর এবার তাদের লক্ষ্য তিন হাজার শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া l কলকাতার বিভিন্ন নামী পুজো উদ্যোক্তারাও এটিকেএফএফ-র এই মহৎ উদ্যোগে সামিল হচ্ছেন l পুজোর ঠিক আগেই এই কর্মসূচী রূপায়িত হবে l
কোন মন্তব্য নেই