রোয়িংয়ে দলগত বিভাগের জয়ে এশিয়ান গেমসে ৫ম সোনা পেল ভারত
শুভব্রত মুখার্জি: ১৮ তম এশিয়ান গেমসে জাকার্তায় রোয়িংয়ের দলগত ইভেন্টে সোনা জিতল় ভারত৷ ভারতের হয়ে ৫ম সোনা জিতলেন স্বর্ণ সিংহ, সুখমিত সিং, ওমপ্রকাশরা।
আগেরদিন কবাডির নিশ্চিত সোনা হাতছাড়া হওয়ার পর আজকের এই সোনাজয় নিশ্চয়ই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফোটাবে। গেমসে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াল ২১ যার মধ্যে, ৫ টি সোনা, ৪টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ ।
আগেরদিন কবাডির নিশ্চিত সোনা হাতছাড়া হওয়ার পর আজকের এই সোনাজয় নিশ্চয়ই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মুখে হাসি ফোটাবে। গেমসে ভারতের মোট পদকসংখ্যা দাঁড়াল ২১ যার মধ্যে, ৫ টি সোনা, ৪টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ ।

No comments