Header Ads

বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে, মৃত এক ।


নজরবন্দি,বালুরঘাট: বাস বোলেরর মুখোমুখি সংঘর্ষে মৃত এক জখম আরও দশ  গাজল-হিলি ৫১২ নং জাতীয় সড়কের পতিরাম এলাকার ঘটনা

পতিরামের নীচাবন্দর মোরের নিকট বাসের সাথে বোলের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে জখমরা সকলেই বোলেরর যাত্রী স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বছর বয়সী একটি শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎকরা মহিলা শিশু সহ জখম সকলে সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি 
অধিকাংশরই অবস্থা অতি আশংকাজনক মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে এদিন বেলা ২টা ১৫ নাগাদ বালুরঘাট থেকে মালদা অভিমুখে যাচ্ছিল উল্টো দিকে গঙ্গারামপুরের দিক থেকে যাত্রী বোঝাই একটি বোলের বালুরঘাটের দিকে আসছিল পতিরাম নীচাবন্দর মোরের নিকট নিয়ন্ত্রন হারিয়ে বোলেরটি সোজা বাসের সামনে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.