জার্মানির বর্ষসেরা খেলোয়াড় টনি খোশ।
নজরবন্দি ব্যুরোঃ জার্মানির ক্রীড়া সাংবাদিকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হিসাবে বেছে নেয়া হলো তরুণ প্রতিভা টনি খোশকে।
টনি তার জীবনে এই প্রথম বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন । উল্লেখ্য বিশ্বকাপে সুইডেনের বিরুদ্ধে তার শেষ মুহূর্তের গোলে জার্মানি সুইডেন কে হারিয়ে ছিল রাশিয়া বিশ্বকাপে । অন্যদিকে বর্ষসেরা কোচ হলেন কার্লোস আন্সেলোত্তি।

No comments