চলে গেলেন নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল।
নজরবন্দি ব্যুরোঃ শেষ নিশ্বাস ত্যাগ করলেন সাহিত্যিক ভি এস নাইপল। গতকাল রাতে প্রয়াত হন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
১৯৩২ সালের ১৭ অগাস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্যিক নাইপল। মাত্র ২৫ বছর বয়সে লিখেছিলেন তাঁর প্রথম উপন্যাস দ্য মিস্টিক মেজর। নাইপলের অন্যান্য উল্লেখযোগ্য লেখা আ বেন্ড ইন দ্য রিভার, আ হাউজ ফর মিস্টার বিশ্বাস, ইন আ ফ্রি স্টেট ইত্যাদি। ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্যিক মহল।
১৯৩২ সালের ১৭ অগাস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেছিলেন সাহিত্যিক নাইপল। মাত্র ২৫ বছর বয়সে লিখেছিলেন তাঁর প্রথম উপন্যাস দ্য মিস্টিক মেজর। নাইপলের অন্যান্য উল্লেখযোগ্য লেখা আ বেন্ড ইন দ্য রিভার, আ হাউজ ফর মিস্টার বিশ্বাস, ইন আ ফ্রি স্টেট ইত্যাদি। ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সাহিত্যিক মহল।

No comments