Header Ads

NRC নিয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন রাজনাথ।

নজরবন্দি ব্যুরো: সোমবার একগুচ্ছ কর্মসূচী নিয়ে দিল্লি যান বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার রাজনাথের নিজ বাসভবনেই মমতার সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে এনআরসি ইস্যু নিয়ে দু-জনের মধ্যে অনেক কথা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন, ‘‘সরকার কোনও অমানবিক কাজ করবে না৷’’ তবে রাজনাথের এই মৌখিক আশ্বাসে বিশ্বাস করেন না বলে ঠারেঠোরে স্পষ্ট করে দেন মমতা৷ তিনি রাজনাথকে বলেছেন, কেন্দ্র যেন পার্লামেন্টে বিবৃতি দিয়ে একথা জানায়। জানা গিয়েছে, এদিন মমতা রাজনাথকে সরাসরি বলেন, এনআরসি নিয়ে দেশে যা হচ্ছে তা ভুল হচ্ছে৷ এটা একটা বিপর্যয় বললেও কম বলা হবে। এই আইনের সংশোধন করা উচিত৷ আপনারা আইন সংশোধন করুন, বা অন্য কোনও উপায় একটা বের করুন৷ এরই পরিপ্রেক্ষিতে রাজনাথ মমতাকে বলেন, এনআরসি-র চূড়ান্ত খসড়ায় যারা বাদ পড়েছে তাদের প্রতি মানবিক থাকবে সরকার৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.