Header Ads

নবম-দশমের কাউন্সেলিং,ইন্টিমেশন লেটার ডাউনলোডের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।


নজরবন্দি ব্যুরো: অনেক বিতর্কের পর অবশেষে শুরু হতে চলেছে নবম-দশমের কাউন্সেলিং। রাজ্য স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণির প্রথম এসএলএটির চূড়ান্ত সফল প্রার্থীদের কাউন্সেলিং শুরু হতে চলেছে চলতি মাসের ৬ তারিখ থেকে। এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।এই ৬ থেকে ১৯ তারিখের মধ্যে ৯, ১৬ এবং ১৭ সেপ্টেম্বর কাউন্সেলিং বন্ধ থাকবে। এই কথা ২৯ আগস্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে (Memo. No.882 /6602(II) /CSSC/ESTT/2018)।


কাউন্সেলিং প্রক্রিয়া চলবে এই ঠিকানায়: West Bengal Central School Service Commission, DK7/2, Salt Lake, Sector-II, Kolkata-91 (Beside Anandalok Hospital, Karunamoyee)। যেহেতু বাংলা বিষয়ের ফলাফল এখনও আইনি জটিলতার কারণে প্রকাশিত হয়নি, তাই এই বিষয়ের জন্যে আপাতত কাউন্সেলিং হচ্ছে না।

যারা এই পরীক্ষাতে সফল হয়েছেন তাঁরা কাউন্সেলিংয়ের জন্য স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে বা সরাসরি নিচের লিঙ্কে ১৪ ডিজিট রোল নম্বর ও জন্ম-তারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন।
ইন্টিমেশন লেটার ডাউনলোডের জন্য এই লিঙ্কে ক্লিক করুণ: http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.