আবার বিভ্রান্তি তৈরির চেষ্টা! এলডিসি পদে নিয়োগের আগে কেন টাইপ টেস্ট? চিন্তায় পরীক্ষার্থীরা।
নজরবন্দি ব্যুরো: রাজ্য সরকারের একাধিক দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) নিয়োগের ক্ষেত্রে অর্থদপ্তরের জারি করা নয়া নির্দেশিকা ঘিরে সফল প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট পদের জন্য পাবলিক সার্ভিস কমিশন আগেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছিল। এর পর হঠাৎ অর্থদপ্তরের এক বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়েছে সফল প্রার্থীদের টাইপ টেস্ট দিতে হবে। ফলে চিন্তায় পড়েছেন ওই সব সফল পরীক্ষার্থীরা।
ভবিষ্যতে আর কি কি পরিবর্তন আসতে পারে, তা নিয়েও তাঁদের উদ্বেগ বাড়ছে।তবে এই বিষয়ে পিএসসি’র তরফে বলা হয়েছে, এই ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। অর্থদপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তা আমরা পালন করেছি মাত্র।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট পদের জন্য পাবলিক সার্ভিস কমিশন আগেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছিল। এর পর হঠাৎ অর্থদপ্তরের এক বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক তৈরি হয়। সেখানে বলা হয়েছে সফল প্রার্থীদের টাইপ টেস্ট দিতে হবে। ফলে চিন্তায় পড়েছেন ওই সব সফল পরীক্ষার্থীরা।

No comments