বেন স্টোকসকে দ্বিতীয় টেস্টে পাচ্ছে না ইংল্যান্ড। কেন জানেন?
নজরবন্দি ব্যুরোঃ বেন স্টোকসকে দ্বিতীয় টেস্টে পাচ্ছে না জো রুটরা। আগামী ৯ অগস্ট থেকে লর্ডসে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সামনের সপ্তাহে ব্রিস্টলের আদালতে শুনানির সময় হাজির থাকতে হবে স্টোকসকে।
গত বছর নাইটক্লাবের বাইরে এক পথচারির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন ব্রিটিশ অলরাউন্ডার, যে মামলার এখনও নিস্পত্তি হয়নি। স্বাভাবিকভাবেই ম্যাচের মাঝে দল ছেড়ে ব্রিস্টল ক্রাউন কোর্টে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ব্রিটিশ নির্বাচকরা স্টোকসের পরিবর্ত হিসাবে ক্রিস ওকসকে জায়গা দিয়েছেন লর্ডস টেস্টের স্কোয়াডে।
গত বছর নাইটক্লাবের বাইরে এক পথচারির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন ব্রিটিশ অলরাউন্ডার, যে মামলার এখনও নিস্পত্তি হয়নি। স্বাভাবিকভাবেই ম্যাচের মাঝে দল ছেড়ে ব্রিস্টল ক্রাউন কোর্টে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ব্রিটিশ নির্বাচকরা স্টোকসের পরিবর্ত হিসাবে ক্রিস ওকসকে জায়গা দিয়েছেন লর্ডস টেস্টের স্কোয়াডে।

No comments