Header Ads

বাংলার শিক্ষকদের জন্য বড় খবর, এবার থেকে মিলবে অনুদান!



নজরবন্দি ব্যুরো: বাংলার শিক্ষকদের জন্যে বড় খবর। বাংলার শিক্ষকদের আরও বেশি করে গবেষণার কাজে নিযুক্ত করতে চায় বর্তমান রাজ্য সরকার। আর এজন্যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প আনতে চলেছে তারা। যার নাম দেওয়া হয়েছে ‘গবেষণায় বাংলা’। মূলত গবেষণার কাজে গতি আনতে চায় শিক্ষা দফতর। আর তারা জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন শিক্ষকরা। গবেষণার অনুমোদনের পাশাপাশি মিলবে অনুদানও।

কোন কোন বিষয়ে গবেষণা করতে পারবেন শিক্ষকরা, তা বলে দেওয়া হয়েছে। অধ্যাপকরা কি বিষয়ে গবেষণা করতে চান, তা সংক্ষেপে লিখিত আকারে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দফতরে জমা করতে হবে। তারপর সেগুলি খতিয়ে দেখবে একটি বিশেষজ্ঞ কমিটি। তারাই সব বিচার করে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, কারা সুযোগ পাবেন, তা ঠিক করবে ওই কমিটি। তবে গবেষণার জন্য বেশকিছু নিয়মাবলীও তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। সেই সব নিয়মকে মাথায় রেখেই এই কাজ করতে হবে।
Loading...

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.