১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বন্ধের খবর ভুয়ো, জানালো অর্থমন্ত্রক।
নজরবন্দি ব্যুরোঃ ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর নিয়েই আতঙ্ক তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবর নিয়ে ময়দানে নামতে হয়েছে খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রককে।
এক বিবৃতি জারি করে তারা জানিয়েছে, ব্যাঙ্ক বন্ধ নিয়েভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। মানুষের মধ্যে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এই বিষয়টি সঠিক নয়।অন্য সাধারণ দিনের মতোই ব্যাঙ্ক খোলা থাকবে। রবিবার যেমন বন্ধ থাকে, তেমনই থাকবে। রবিবার ২ সেপ্টেম্বর এবং মাসের দ্বিতীয় শনিবার ৮ সেপ্টেম্বর সাধারণ নিয়মেই বন্ধ থাকবে। তবে এটিএমে কোনও প্রভাব পড়বে না। বন্ধও থাকবে না সেগুলো।
ন্যাশনাল অরগানাইজেশন অফব্যাঙ্ক ওয়ার্কাস –এর ভাইস প্রেসিডেন্ট অশ্বিনী রাণা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ব্যাঙ্ক বন্ধের তথ্য পুরোটাই ভুয়ো। তিনি আরও জানান, রিজার্ভ ব্যাঙ্কের কর্মীরা পেনশন ও প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত দাবিতে আগামী ৪-৫ সেপ্টেম্বর গণছুটিতে যাচ্ছেন। তবে এর জন্য দৈনন্দিন ব্যাঙ্কিং লেনদেনে কোনও প্রভাব পড়বে না।
Loading...
কোন মন্তব্য নেই