Header Ads

আজ গণতন্ত্র বিপন্ন! জোট গঠনে ছুঁতমার্গ ছাড়ার আহ্বান অমর্ত্য সেনের।


নজরবন্দি ব্যুরো: কলকাতায় আলোচনা সভা। আলোচনার বিষয় 'ভারত কোন পথে'? আয়োজক প্রতীচী ইনস্টিটিউট। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অমর্ত্য সেন। মোদী সরকারকে টার্গেট করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।


দেশ শাসন করলেই তাদের গুরুত্ব সংখ্যার দিক থেকে হতে পারে না বলে মন্তব্য করেছেন সেন। নির্বাচনে জয়ী হওয়া আর সাফল্যের যে যোগ, তাকে ক্ষীণ বলে মন্তব্য করেছেন তিনি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধরে প্রসঙ্গ তুলে, দেশের গণতন্ত্র বিপন্ন বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। ছাত্রদের মারধরে আইনগত বিচার হয়নি বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি।

এর পরে তিনি বলেন, ২০১৯-এ বিজেপি বিরোধী অবস্থানে ছুঁতমার্গ ছাড়তে হবে রাজনৈতিক দল গুলিকে। দেশে গণতন্ত্র বিপন্ন হচ্ছে। নানা মতের সঙ্গে হাত মেলানো দরকার বলেও মন্তব্য করেছেন তিনি। সেনের এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন রাজনৈতিক কারবারিরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.