Header Ads

আই সি ইউ-তে জমে জল, হসপিটালের করুণ ছবি ভাইরাল।

নজরবন্দি ব্যুরো: জল থইথই গোটা হাসপাতাল এলাকা।  হাতপাতালের ভিতর দেখলে মনে হবে, রোগীদের বেডের নীচ দিয়ে বয়ে যাচ্ছে কোনও খাল। আর সেখানে খেলা করছে মাছ। এমন  পরিস্থিতি বিহারের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালের।

বিহারের নালন্দা হাসপাতালকে , সেরাজ্যের অন্যতম সেরা হাসপাতাল বলে মনে করা হয়। আর রাজ্যের অন্যতম সেরা হাসপাতালে দুর্দশার ছবিটাও এখন ফেসবুকের সৌজন্যে ভাইরাল।

কিন্তু জল সারানোর জন্য প্রশাসনিক তৎপরতা না থাকায়, সেখানের জমা জলে এবার খেলতে শুরু করেছে মাছ। আর রোগীদের অবস্থা দিনদিন খারাপ হতে শুরু করেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.