Header Ads

মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের জনসমাবেশে লক্ষাধিক সমর্থক সভাস্থলে পৌঁছাতেই পারলেন না

নজরবন্দি ব্যুরোঃ সভাস্থল থাকে ৮ - ১০ কিলোমিটার আগেই আটকে যায় কর্মী সমর্থকদের কয়েক হাজার গাড়ি NH ৬০ এর ওপর ভাদুতলা জঙ্গল থেকেই আটকে যায় গড়বেতা, গোয়ালতোড়,

চন্দ্রকোনা রোড, শালবনি থাকে যাওয়া গাড়ি অপরদিকে চৌরঙ্গী থাকে রূপনারায়ণপুর পর্যন্ত NH ৬ এর ুপর অসংখ সমর্থক বোঝায় গাড়ি আটকে পরে । ফলে একদিকে অসংখ মানুষ যেমন হেঁটেই সভাস্থলের উদ্দেশে রওয়ানা হয়ে পড়েন আবার অনেকেই অপেক্ষা করেন  তা সত্ত্বেও সভাস্থলে ছিল কয়েক লক্ষ্য মানুষের জমায়েত। সভামঞ্চ বানানো হয়েছিল মাঠের শেষ প্রান্তে সভাস্থলে কোনো চেয়ার দেওয়া হয়নি, ভাদুতলা , চৌরঙ্গী পর্যন্ত গাড়ির লাইন ।  লক্ষ লোক ৫ - ৭ কিমি হেঁটে সভাস্থল পর্যন্ত গেছেন  সভা শেষ হয়ে যাওয়ার পরও মানুষ ঢুকছেন ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.