Header Ads

মালহোত্রাকে হারিয়ে ব‍্যাডমিন্টনের বিশ্বচ‍্যাম্পিয়ানশিপ শুরু প্রনয়ের!

শুভব্রত মুখার্জি: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্ট্রেট গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতীয় শাটলার প্রনয়। নিউজিল্যান্ডের শাটলার অভিনব মালহোত্রার বিরুদ্ধে ২৮ মিনিটেই ম‍্যাচ জিতলেন টুর্নামেন্টের একাদশ বাছাই প্রণয়৷ ম্যাচের ফল ২১-১২, ২১-১১৷

প্রণয়ের ছাড়াও দ্বিতীয় রাউন্ডে গিয়েছেন সমীর ভার্মা৷ ফ্রান্সের লুকাস কর্ভের বিরুদ্ধে ৩৮ মিনিটে স্ট্রেট গেমে ২১-১৩, ২১-১০ ফলে ম‍্যাচ জেতেন তিনি৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.