এবার পুজোতে মানুষ পাবেন গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় কে।
নজরবন্দি ব্যুরোঃ প্রতি বছরের মতো এবারো আমার পাব গীতিকার মমতা বন্দ্যোপাধ্যায় কে। কারো এবারো তিনি পুজোর গান লেখেছেন। তবে এখনো পুজোর গানের অ্যালবামের নাম ঠিক হয়নি।
গাইছেন ইন্দ্রনীল সেন। নিজের গান নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই গানের বইও আছে তাঁর। প্রায় সাত বছর সংসদের পেনশন নেন না তিনি। প্রতি মাসে ৬৫-৭০ হাজার টাকা পাওনা হয় তাঁর। তা নেন না।
এরপর বিধানসভার মাইনেও রয়েছে। তাও নেন না মুখ্যমন্ত্রী। পুরোটাই দান করে দেন। তাঁর রোজগার বলতে আঁকা কিছু ছবি আর কবিতা, গানের বইগুলি। এছাড়া গানের রয়্যালিটি বাবদ তিনি পেয়েছেন প্রায় আড়াই লক্ষ টাকা। তবে টাকার জন্য নয়, ভালবাসার তাগিদেই গান, কবিতা লেখেন মুখ্যমন্ত্রী।
গাইছেন ইন্দ্রনীল সেন। নিজের গান নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই গানের বইও আছে তাঁর। প্রায় সাত বছর সংসদের পেনশন নেন না তিনি। প্রতি মাসে ৬৫-৭০ হাজার টাকা পাওনা হয় তাঁর। তা নেন না।
এরপর বিধানসভার মাইনেও রয়েছে। তাও নেন না মুখ্যমন্ত্রী। পুরোটাই দান করে দেন। তাঁর রোজগার বলতে আঁকা কিছু ছবি আর কবিতা, গানের বইগুলি। এছাড়া গানের রয়্যালিটি বাবদ তিনি পেয়েছেন প্রায় আড়াই লক্ষ টাকা। তবে টাকার জন্য নয়, ভালবাসার তাগিদেই গান, কবিতা লেখেন মুখ্যমন্ত্রী।

No comments