ইমরানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মোদী?
নজরবন্দি ব্যুরোঃ আগামী ১১ অগাস্ট শপথ নেবেন ইমরান খান। শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণের বিষয়টি দুই একদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। ভোটে
জেতার পর মোদী ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন ইমরান কে।
ইমরান নিজেও মোদীর ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। আলোচনাই যে সমস্যা সমাধানের একমাত্র পথ তা বারবারই বলেছেন তিনি। ২০০৮ মুম্বই হামলার পরে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্কই অবনতি হয়েছে। তার পর
আর সেভাবে অবস্থার উন্নতি হইনি দু দেশের সম্পর্কের। নরেন্দ্র মোদীর শপথগ্রহণে নওয়াজ শরিফ এসেছেন।
মোদী নিজে আচমকা শরিফের বাড়ির অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন। তারপরে কাশ্মীরে জঙ্গি হামলা করে পাক জঙ্গিরা। তারপর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সব মিলিয়ে এখনও পরিবেশ উতপ্ত হয়ে রয়েছে। মোদী পাকিস্তানে গেলে তার কী প্রতিক্রিয়া দু দেশের কূটনীতিতে পরে সে দিকেই তাকিয়ে সবাই।

No comments