বাঁকুড়াতে বড় জয় বামেদের,দোর্দণ্ডপ্রতাপ শাসক তৃণমূল শূন্য!
নজরবন্দি ব্যুরো: প্রায় ৭ বছর আগে এই রাজ্যে বামেদের দীর্ঘ ৩৪ বছরের রাজত্বের অবসান ঘটে। এই রাজ্যের জনগণ রাজ্যের দায়িত্ব তুলে দেন তৃণমূল কংগ্রেসের হাতে। আর তার পর থেকে এই রাজ্যে বামেদের রাজনৈতিক রক্তক্ষরণ শুরু। একাধিক বাম নেতা পিঠ বাঁচাতে আদর্শকে জলাঞ্জলি দিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে।
তার উপর রাজ্যে এখন বিজেপির উত্থানের ছবি স্পষ্ট। আর তাই বাম সমর্থকরা দলেদলে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। এককথায় বলতে গেলে এই রাজ্যে বামেরা এখন প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু এই বিতর্কের মাঝে বামেরা বাঁকুড়া জজ কোর্ট ক্রেডিট সোসাইটি নির্বাচনে
জয় ছিনিয়ে এনে নিজেদের অস্তিত্ব জানান দিলো। জানা গিয়েছে, বাঁকুড়া জজ কোর্ট নির্বাচনে বাম প্রগতিশীল প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করে। বাঁকুড়া জজ কোর্ট ক্রেডিট সোসাইটি নির্বাচনে বামেরা- ৯ আর তৃণমূল- ০ ব্যবধানে জয় ছিনিয়ে আনে প্রগতিশীল বাম প্রার্থীরা। খাতা খুলতে ব্যর্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
তার উপর রাজ্যে এখন বিজেপির উত্থানের ছবি স্পষ্ট। আর তাই বাম সমর্থকরা দলেদলে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। এককথায় বলতে গেলে এই রাজ্যে বামেরা এখন প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে। কিন্তু এই বিতর্কের মাঝে বামেরা বাঁকুড়া জজ কোর্ট ক্রেডিট সোসাইটি নির্বাচনে
জয় ছিনিয়ে এনে নিজেদের অস্তিত্ব জানান দিলো। জানা গিয়েছে, বাঁকুড়া জজ কোর্ট নির্বাচনে বাম প্রগতিশীল প্রার্থীরা বড় ব্যবধানে জয়লাভ করে। বাঁকুড়া জজ কোর্ট ক্রেডিট সোসাইটি নির্বাচনে বামেরা- ৯ আর তৃণমূল- ০ ব্যবধানে জয় ছিনিয়ে আনে প্রগতিশীল বাম প্রার্থীরা। খাতা খুলতে ব্যর্থ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

No comments