Header Ads

ভুয়ো খবর ছড়ানোর অপরাধে গ্রেপ্তার এক!

নজরবন্দি ব্যুরো: ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। বেশ কয়েকদিন ধরেই ফেস বুকে ঘুরছিল বিতর্কিত এই ছবিটি। একজন পুলিশকে পেটাচ্ছে আরও কয়েকজন পুলিশ।

ছবিতে দেখা যাচ্ছে, কোনও একটি ব্রিজের তলায় এই ঘটনাটি ঘটেছে। ওই ছবির উপরে লেখা, ‘তৃণমূলের দালাল, পুলিশ প্রশাসন.ইত্যাদিইত্যাদি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ওই ছবিটি। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ । শুরু হয় তদন্তে। ছবিটি ততক্ষণে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ গুলিতে ছড়িয়ে পড়েছে। তদন্তে জানা যায়, ছবিটি আসলে উত্তরপ্রদেশে।

  তাও আবার দু-বছর আগের ছবি। শুরু হয়, অভিযুক্তের তল্লাশি। অবশেষে এই অপরাধে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ঠিকাকর্মী রাজা সাহাকে আটক করে পুলিশ। পুলিশ সম্পর্কে রাজ্যের মানুষের মনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করে প্রশাসন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.