Header Ads

"শুভ জন্মদিন প্রিয়া" অনুষ্কার জন্মদিনে বিরাটের বিরাট সেলিব্রেশন!


নজরবন্দি ব্যুরোঃ আজ ১ মে  ৩০ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন বিরুস্কা । তাদের বিয়ের পর এটাই অনুষ্কার প্রথম জন্মদিন সেলিব্রেশন। এই মুহূর্তে বিরুষ্কা সেলিব্রিটি জগতে অন্যতম সুখী  দম্পতি। তাই স্ত্রীর জন্মদিনে ভরপুর আনন্দে মাতলেন বিরাট।
কেক কেটে  জন্মদিন সেলিব্রেট হলো অনুষ্কার আর মধ্যমনি  বিরাট কোহলি। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছেন বিরাট। ক্যাপশানে লিখেছেন, ''শুভ জন্মদিন প্রিয়া, আমার জীবনের এক  সৎ ও ইতিবাচক মানসিকতার মানুষ, ভালোবাসা রইল।''

ডিসেম্বরে ইতালির বিলাসবহুল টাস্কানিতে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিরাট কোহলির সঙ্গে বিয়ে সেরে ফেলেন অনুষ্কা শর্মা।এখন আপাতত অনুষ্কা ব্যস্ত তাঁর আগামী ছবি 'সুই ধাগা- মেড ইন ইন্ডিয়া'র শ্যুটিংয়ে। 
সূত্রে খবর, শ্যুটিং এ ব্যাস্ত টাকার কারণে আজকে পুরো দিনটা একসাথে কাটাতে পারছেন না বিরুস্কা জুটি। তাই বিরাট এর সঙ্গে জন্মদিন সেলিব্রেট করে আবার দিল্লি ফিরে গেছেন অনুষ্কা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.