শত হুমকিতেও তোলেননি মনোনয়ন! বামপ্রার্থীর দু-পা আর বুকের পাঁজর ভেঙে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা!
নজরবন্দি ব্যুরো: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিতর্ক চলছে অনেকদিন ধরে। বিরোধীরা বারবার সন্ত্রাসের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর পাশাপাশি মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছেনা বলে বারবার অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দল গুলি।
এবার এক বাম সমর্থককে মনোনয়ন পত্র প্রত্যাহার না করার অপরাধে তাঁর দু-পা ও বুকেত পাঁজর ভেঙে দেবার অভিযোগ উঠলো।
জানা গিয়েছে, বাম সমর্থক,কালিপদ ভুমিজ ধনেখালি জেলা পরিষদের বাম প্রার্থী। অভিযোগ মনোনয়ন প্রত্যাহার করার জন্য বার বার চাপ দিতে থাকে তৃণমূলের গুণ্ডারা। প্রস্তাব না মানার অপরাধে ওই বাম সমর্থকের দু-পা ও বুকের পাঁজর ভেঙে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহত ওই ব্যক্তিকে স্থানীয় হসপিটালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে খবর। আর এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে স্থানীয় বাম নেতৃত্ব।

No comments