শতাব্দী রায়ের বাংলোয় চুরি! প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা।
নজরবন্দি ব্যুরো: দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের সরকারি বাংলোয় বড় ধরনের চুরির অভিযোগ।
জানা গিয়েছে, রবিবার রাতে এই চুরির ঘটনা ঘটে। বিশেষ সূত্রের খবর, খোয়া গিয়েছে প্রায় এক লাখ টাকা নগদ এবং দামি একটি মোবাইল ফোন।
আর এর ঠিক পাশেই রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাংলো। স্বভাবতই সাংসদের বাংলোয় চুরির ঘটনার পরে, প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা।
সোমবার সকালে সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি ছুঁয়ে জম্মু যান শতাব্দী রায়। বিমানবন্দরে এই চুরির ঘটনার কথা জানতে পারেন। এই চুরি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এই সাংসদ।
Loading...
কোন মন্তব্য নেই