Header Ads

প্রতিকার চাই, সুবিচার চাই। বিদ্রোহী মোড় থেকেই বিদ্রোহ শিক্ষকদের। #NajarbandiExclusive

নজরবন্দি ব্যুরোঃ ভোটের ডিউটি দিতে গিয়ে আর ফেরেননি শিক্ষক রাজকুমার রায়। তাকে নৃশংস ভাবে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয় গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় প্রতিবাদ দেখান শিক্ষকরা। দুজন শিক্ষক এসডিও নিগ্রহের দায়ে গ্রেফতার হন। ধরপাকড় জারি আছে পুলিশের, চলছে দমন পীড়ন জানাচ্ছে সুত্র। 
রাজকুমার হত্যার প্রতিবাদে প্রথমে মোমবাতি মিছিল করা হয় তার পৈতৃক ভিটেতে। এখনো পর্যন্ত তার হত্যা রহস্যের কোনো কিনারা হয়নি। আর এই ঘৃন্য কাজ যারা করেছে তাদের যে এত সহজে ছাড়া পেতে দেবেন না শিক্ষক সমাজ তা বুঝিয়ে দিতে এক বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা আজ।রায়গঞ্জের গান্ধী মূর্তি বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত চলে শিক্ষকদের প্রতিবাদী মৌন মিছিল।


মিছিল থেকে দাবি তোলা হয় নিঃশর্ত মুক্তি দিতে হবে জেলবন্দি শিক্ষকদের, রাজকুমারের হত্যাকারীকে বা হত্যাকারীদের চিহ্নিৎ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শিক্ষকদের উপর পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে। মিছিলে অংশগ্রহন করেন অন্তত ১০০০ শিক্ষক। মৌন মিছিল মুখরিত হয়ে ওঠে শিক্ষকদের মুখে বাঁধা কালো প্রতিবাদী ব্যান্ডে। এক শিক্ষক আমাদের প্রতিনিধি কে জানান। "অকথ্য অত্যাচারের শিকার তাঁরা। পালিয়ে বেড়াচ্ছেন অনেকে। যে পুলিশ ভোট কর্মীদের নিরাপত্তা দিতে পারেনা সেই পুলিশ শিক্ষকদের বাড়ি বাড়ি ঢুকে অত্যচার করতে পারে"!

আগামি ২৫ মে কলকাতায় রাজকুমার রায় হত্যার প্রতিবাদে মিছিল করার কথা ছিল। কিন্তু ওইদিন আইপিএল-এর ম্যাচ থাকার কারণে প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়নি। তার পরিবর্তে আগামি ২৪ মে করা হবে প্রতিবাদ মিছিল। শিক্ষক রাজকুমার রায় খুনের কিনারা না করলে আরও অনেক দূর যাবেন তারা, এমন বার্তাই শোনা যাচ্ছে রাজ্যের শিক্ষক মহলে।

২৪ তারিখ অর্থাৎ আগামীকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। মিছিলে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান করা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.