কর্নাটকে কংগ্রেস রুখে দিল বিজেপি-কে, রাজ্যপালকে সরকার গঠনের দাবী। #NajarbandiExclusive
নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কর্নাটকের বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ ছিল সমস্ত দেশবাসীর। দেশের একাধিক সংবাদ সংস্থার অপিনিওন পোল ইঙ্গিত দিয়েছিল কর্নাটকের রায় ত্রিশঙ্কু হতে চলেছে। হয়েওছে তাই কিন্তু প্রায় ম্যাজিক ফিগার ছুঁই ছুঁই সংখ্যা বিজেপির। আর এবার বিজেপিকে রুখে দিতে একজোট হল বিরোধীরা। পরিসংখ্যান বলছে বিজেপি পেয়েছে ১০৪ টি আসন, অন্যদিকে কংগ্রেস ৭৮, জেডিএস ৩৮ এবং অন্যান্যরা ২ টি আসন। 
এই মুহুর্তের খবর কর্নাটকে সরকার গড়তে চলেছে কংগ্রেস আর জেডিএস। রাজ্যপালের কাছে ক্লিন মেজরিটি অর্থাৎ ১১৩ ম্যাজিক ফিগার ছাপিয়ে ১১৫ বিধায়ক সংখ্যার পরিসঙ্খ্যান নিয়ে সরকার গড়ার দাবী জানানো হয়েছে। কুমারস্বামী হতে পারেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা এটা ইউপিএ থ্রি-র ওয়ার্মআপ। কংগ্রেস যদি জেডিএস এর সাথে জোট করে ভোটে নামত তাহলে বিজেপির পক্ষে ৫০ আসন পার করা অসম্ভব ছিল বলছেন এক সেফোলজিস্ট।
অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কর্ণাটকের জেডিএস নেতা দেবেগৌড়াকে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেডিএস সুপ্রিমোকে জয়ের জন্য শুভেচ্ছা জানান আর অনুরোধ করেন, কংগ্রসকে সমর্থন দিতে।
এই মুহুর্তের খবর কর্নাটকে সরকার গড়তে চলেছে কংগ্রেস আর জেডিএস। রাজ্যপালের কাছে ক্লিন মেজরিটি অর্থাৎ ১১৩ ম্যাজিক ফিগার ছাপিয়ে ১১৫ বিধায়ক সংখ্যার পরিসঙ্খ্যান নিয়ে সরকার গড়ার দাবী জানানো হয়েছে। কুমারস্বামী হতে পারেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা এটা ইউপিএ থ্রি-র ওয়ার্মআপ। কংগ্রেস যদি জেডিএস এর সাথে জোট করে ভোটে নামত তাহলে বিজেপির পক্ষে ৫০ আসন পার করা অসম্ভব ছিল বলছেন এক সেফোলজিস্ট।
অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কর্ণাটকের জেডিএস নেতা দেবেগৌড়াকে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেডিএস সুপ্রিমোকে জয়ের জন্য শুভেচ্ছা জানান আর অনুরোধ করেন, কংগ্রসকে সমর্থন দিতে।
No comments