Header Ads

আদালত কক্ষের সওয়াল জবাবে বাহুবলী বিকাশের সুলতান পাঞ্চ!! ঠিক কি হয়েছিল? #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ ভোটের ডিউটি দিতে গিয়ে খুন হলেন শিক্ষক রাজকুমার রায়। হত্যাকারীরা এখনো অধরা। এদিকে রাজকুমার বাবুর খুনের মৃত্যুর বিচার চাইতে গিয়ে গ্রেপ্তার হলেন তিন প্রতিবাদী শিক্ষক।

আইনজীবী বিকাশ ভট্টাচার্যের যুক্তি সঙ্গত সওয়ালের চাপে জামিন পেয়েছেন ওই তিন শিক্ষক। সেই সাথে এদিনের বিচারকক্ষে বিকাশ ভট্টাচার্যের সওয়ালের দাপট আবার উপস্থিত সকলকে মোহিত করলো।

আগেও শিক্ষক সমস্যা সংক্রান্ত বিভিন্ন মামলায় আদালতে দেখা গেছে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের দাপুটে সওয়ালের ঝড়। এদিনও গ্রেপ্তার হওয়া শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বিকাশ বাবু এমন কিছু অকাট্য যুক্তি সাজালেন যাকে মোকাবিলা করা তো দূর অস্ত কার্যত নাজেহাল হয়ে গেলেন প্রতিপক্ষ আইনজীবী।

আদালত কক্ষ এক রুদ্ধশ্বাস নাটকের ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে চলেছে। ভেতরে শুধুই একজন ডাকাবুকো আইনজীবীর যুক্তিতর্কের দাপট। 'কানুন' নাজেহাল হয়ে সামনে থাকা বইয়ের পাতার পর পাতা ওল্টাচ্ছেন পালটা যুক্তির খোঁজে। বল উড়িয়ে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বিকাশ বাবু। অবশেষে সকলের ঘাম ঝড়িয়ে দিয়ে আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। আদালত কক্ষের সবাই ভাবছেন তখন বিকাশ বাবু গেলেন কোথায়! খোলসা করলেন বিকাশ বাবুর সহকর্মী। "স্যার তার বক্তব্য বলে বেরিয়ে গেলেন!"

নাটকের সমাপ্তিটা কি একটু অদ্ভুত লাগলো? একদমই না। হিন্দি ছবির একটা ডায়লগ মনে করিয়ে দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। "ইয়ে সুলতান কা দাও হ্যায়, ইসকে বাদ কোই উঠকর খাড়া নেহি হো সকতা"। একেবারেই তাই।

'বাহুবলী'র সওয়ালের পর প্রতিপক্ষের উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না আর। বাকিটা ইতিহাস। জামিন মিলেছে তিন শিক্ষকের। আগামি ৪ জুন শিক্ষক অবমাননার অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হতে চলেছে। সেখানেও কি এরকম কোনো ঝোড়ো ইনিংস অপেক্ষা করে আছে? বলবে সময়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.