Header Ads

পঞ্চায়েতের আগে আবার ফিরলো ডিএ প্রসঙ্গ! এবার কি টনক নড়বে রাজ্য সরকারের?


নজরবন্দি ব্যুরোঃ বকেয়া ডিএ কবে মিলবে সেই নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের চিন্তার শেষ নেই। আদালতে ডিএ নিয়ে মামলাও করেছেন রাজ্যের কর্মীরা। তবে এখনো সেই মামলায় ইতিবাচক কোনো সমাধান হয়নি।

 এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে তৈরি হয়ে নতুন জটিলতা। এসবের মধ্যেই বকেয়া মহার্ঘ ভাতার দাবি জানিয়ে ফের নতুন করে সরব হলেন রাজ্য সরকারি কর্মীরা।

প্রাপ্য বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে এবার সরব হলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ ইঞ্জিনিয়ার্স সমিতি। মহার্ঘ ভাতা শিগগির মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার চেয়ারম্যান রাজেশ পান্ডেকে ইতিমধ্যেই চিঠিও পাঠানো হয়েছে। কর্মীরা জানিয়েছেন, ১৭ শতাংশ ডিএ বকেয়া পড়ে রয়েছে দিনের পর দিন।

 তা দেওয়া নিয়ে কোনো উদ্যোগ দেখায়নি রাজ্য সরকার। ২৬ মাস বকেয়া রয়েছে ওই ডিএ। সেই কারণেই প্রাপ্য আদায়ে সরব হয়েছেন তারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.