Header Ads

মৃত CPI(M)কর্মী ও তাঁর স্ত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ হাইকোর্টের! Exclusive

নজরবন্দি ব্যুরোঃ কাকদ্বীপে নিহত দম্পতির মৃতদেহ বৃহস্পতিবার এক প্রতিবেশীকে গছিয়ে দেওয়ার দেওয়ার চেষ্টা করেছে পুলিশ বলে অভিযোগ ওঠে।

তাই বৃহস্পতিবার দীপংকর তাঁর বাবা, মার মৃতদেহ তাঁর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছিল হাইকোর্টে। আজ সেই মামলার শুনানি হয়। উল্লেখ্য, কাকদ্বীপের ওই নৃশংস খুনের ঘটনা এবং তৃণমূল কংগ্রেস, প্রশাসনের চক্রান্তের প্রতিবাদে রবিবার কাকদ্বীপে সমাবেশের ডাক দিয়েছে সিপিআই(এম)।

মৃতদেহ দুটি ছেলের হাতে তুলে দেওয়ার দাবিতে গতকাল কলকাতা পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখান বামপন্থীরা। গ্রেফতার হন একাধিক নেতা সহ ১১১ জন বিক্ষোভকারী।

আর আজ মৃত CPI(M)কর্মী ও তাঁর স্ত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। উল্লেখ্য, বি এ তৃতীয় বর্ষের ছাত্র বাবা মা হারা দীপংকর দাসের পক্ষে হাইকোর্টে লড়ছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, সামিম আহমেদ। পুত্রের হাতে পিতা-মাতার মৃতদেহ তুলে দেওয়ার পাশাপাশি ২০ লক্ষ টাকার ক্ষতিপূরন দাবী করা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.