Header Ads

সিমকার্ড ছাড়াই ফোনকল করা যাবে যেকোনো নম্বর এ।


নজরবন্দি ব্যুরোঃ দেশজুড়ে নেটওয়ার্ক কভারেজ কল ড্রপ কমাতে  ইন্টারনেট টেলিফোনি প্রযুক্তি ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার এর ব্যবহারের  ফলে মোবাইল ফোনে সিমকার্ড না-থাকলেও কল করা যাবে যে কোনও মোবাইল ফোন বা ল্যান্ডলাইন ফোনে বলে জানা গেছেমোবাইল ফোনের সিগনাল নিয়ে অভিযোগ  আর নতুন কিছু নয় 

এখনো বহু জায়গায় সিগনাল এর অসুবিধার জন্য কল ড্রপ এর সমস্যায় ভুগতে হয় গ্রাহক দের এসবের সমাধানে কেন্দ্রীয় সরকারকে দূরসঞ্চারের বিকল্প মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়েছিল টেলিকম নিয়ামক সংস্থা TRAI. পরামর্শ ছিল ইন্টারনেট কে কাজে লাগিয়ে টেলিফোনি ব্যবস্থা পরিচালনা করা আর তাতে ছাড়পত্র দিক সরকার সেই প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্রীয় ইন্টার মিনিস্টিরিয়াল টেলিকম কমিশন নয়া এই প্রযুক্তিতে একটি অ্যাপের মাধ্যমে ওয়াই ফাই কে কাজে লাগিয়ে করা যাবে  কল প্রতিটি টেলকম সার্ভিস প্রোভাইডার  কে আলাদা অ্যাপ লঞ্চ করতে হবে  অ্যাকটিভেট করলে মিলবে ১০ সংখ্যার একটি মোবাইল নম্বর 


সেক্ষেত্রে কেউ এয়ারটেলের সিম ব্যবহার করে জিও- অ্যাপ ব্যবহার করলে জিওর তরফে দেওয়া হবে একটি নম্বর এর পর ওয়াইফাই ব্যবহার করে অ্যাপের মাধ্যমে আপনি ফোন করতে পারবেন যে কোনও মোবাইল বা ল্যান্ডলাইন ফোনে তবে আপনি যে সংস্থার সিম ব্যাবহার করেন সেই সংস্থার অ্যাপ ব্যাবহার করলে কোনও নম্বর বদলাবে না

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.