Header Ads

নির্দলদের কান কেটে দেবার নিদান ঘাস ফুল নেতার!




নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ঢাকে কাঠি পড়ার পর থেকে শাসক দলের বিরুদ্ধে বারবার সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। নির্দল প্রার্থীরা যদি হামলা চালাতে আসে তাদের লাঠি দিয়ে পেটান। মহিলা কর্মীদের বলছি, সবজি কাটার কাটাই দিয়ে কান কেটে দিন তাদের। এমন নিদান দিলেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রবীন্দ্রনাথ-বাবু। সেখানে তিনি বলেন, “নির্দলদের কোনও ভোট দেবেননা। ওরা বলছে, আমরা তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের আলাদা কোনও প্রতীক নেই। মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় একটাই সিম্বল, জোড়াফুল। দিনহাটায় গিয়েছিলাম আমি। সেখানে দেখলাম দেওয়াল লিখেছে নৌকা, টিভি ও বটগাছ চিহ্নে। নৌকা তো বাংলাদেশের প্রতীক । বাংলাদেশ থেকে এরা কিভাবে এল এখানে! এটাই দ্বিচারিতা। পিছন থেকে ছুরি মেরে দলকে যারা দুর্বল করতে চাইছে তাদের জায়গা এখানে নেই। শুনেছি ওরা হামলা করে। যারা হামলা করতে আসবে তাদের ধরে লাঠি দিয়ে পেটাবেন, তারপর বুঝে নেব। দল করবে তৃণমূল। খাবে দলের। টাকা লুট করবে। তারা আজ বলছে নির্দল।কীসের নির্দল ভাই এরা ? তাহলে তোমরা সামনাসামনি বল আমি তৃণমূল থেকে পদত্যাগ করছি। তৃণমূলের সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই।তোমরা আসলে কারা?” এরপর তিনি মহিলা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। ভারতীয় সেনায় মহিলারা আছেন। দিকে দিকে মহিলা। কম কিসে আপনারা। সবজি কাটার কাটাই আছে ? বাধা দিতে এলে কাটাই দিয়ে কানটা কেটে দেবেন। যেরকম শয়তান, তাকে সেরকম ভাবে শাস্তি দিতে হবে।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.