Header Ads

পঞ্চায়েতে তৃণমূলের জয়ের কাঁটা পোস্ট পোল স্ক্রুটিনি! কি হতে চলেছে এবার? পড়ুন।

নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাজ্যে ছিল পঞ্চায়েত ভোট। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছিল অশান্তির খবর। বুথ দখল, ছাপ্পা ভোট, রিগিং-এর একাধিক অভিযোগ তুলছিল বিরোধী শিবির। তবে সব কিছুর মধ্যেও পঞ্চায়েত ভোটে নিষ্কণ্টক জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেছিল তৃণমূল। কিন্তু এবার তাতে ব্যাঘাত ঘটালো পোস্ট পোল স্ক্রুটিনি।
এবছর প্রথম এই পোস্ট পোল স্ক্রুটিনি ব্যবস্থাটি রাখা হয় নির্বাচনে। কাকদ্বীপ, বজবজ, কোচবিহার, বীরভূমের একাধিক বুথে পুনর্নিবাচনের দাবি তুলেছে বিরোধীরা। আজ বিডিও অফিস গুলিতে স্ক্রুটিনির কাজ শুরু করেছেন রিটার্নিং অফিসার এবং অবজারভাররা। যে সমস্ত বুথ গুলিতে ছাপ্পা, বুথ দখল এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে সেগুলিতে তৈরি হয়েছে পুনর্নিবাচনের সম্ভাবনা। এরকম বুথের সংখ্যা এই মুহূর্তে ৩০০র ও বেশি, জানা যাচ্ছে সূত্র মারফত।

যেসব বুথে টেন্ডার ভোট প্রচুর পড়েছে সেগুলিকেও রাখা হয়েছে স্ক্রুটিনির আওতায়। এই স্ক্রুটিনির নির্যাস নির্বাচন কমিশনের দপ্তরে পাঠাবেন অবজারভাররা। তারপর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এর ফলে শাসক দলের নিরঙ্কুশ জয়ের পথে বাধা আসছে বৈকি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.