শ্রীদেবীকে মরণোত্তর সম্মান জানানো হবে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে।
নজরবন্দি ব্যুরোঃ চলচ্চিত্রের বৈচিত্র্য এবং উৎকৃষ্টতার জন্য 'টাইটান রেজিনাল্ড এফ লুইস ফিল্ম অনার্স' পুরষ্কার দেওয়া হয়। ২০১৮ সালে মরণোত্তর এই পুরষ্কার পাচ্ছেন শ্রীদেবী।
আগামী ১৬ মে কান শহরের লে ম্যাজেস্টিক বিচ-এ ওই অনুষ্ঠান আয়োজিত হবে। বনি কাপুর এবং তাদের মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর অনুষ্ঠানে উপস্থিত থাকবন বলে জানা গিয়েছে। উলেক্ষ কয়েক সপ্তাহ আগেই শ্রীদেবী 'মম' চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।যদিও এই পুরুস্কার নিয়ে কিছু বিতর্ক হয়েছিল।
আগামী ১৬ মে কান শহরের লে ম্যাজেস্টিক বিচ-এ ওই অনুষ্ঠান আয়োজিত হবে। বনি কাপুর এবং তাদের মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর অনুষ্ঠানে উপস্থিত থাকবন বলে জানা গিয়েছে। উলেক্ষ কয়েক সপ্তাহ আগেই শ্রীদেবী 'মম' চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন।যদিও এই পুরুস্কার নিয়ে কিছু বিতর্ক হয়েছিল।
No comments