Header Ads

গ্রিন করিডোরে ১৮ কিমি পথ ২২ মিনিটে পদার্পন!!! হৃৎ পিন্ড পৌঁছালো কলকাতায়

নজরবন্দি ব্যুরো: প্রথমবার আন্তঃরাজ্য গ্রিন করিডোর হল পূর্ব ভারতে।ব্যাস্ত কলকাতায় বিমানবন্দর থেকে মাত্র ২২ মিনিটে ১৮ কিমি পথ অতিক্রম করে বেঙ্গালুরুর যুবক বরুণ ডিকে–র হৃদযন্ত্র পৌঁছালো কলকাতায় বাইপাসের ফর্টিস হাসপাতালে।

 

ঝাড়খণ্ডের বাসিন্দা অপর এক যুবক দিলচাঁদ সিং–এর শরীরে তা প্রতিস্থাপন করা হচ্ছে। চিকিৎসক তাপস চক্রবর্তী এবং চিকিৎসক মন্ধানার নেতৃত্বে ফর্টিস হাসপাতাল এ  অস্ত্রপ্রচার চলবে তিন ঘণ্টা ধরে।

 

দিন কয়েক আগে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা বরুণ। একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। গত শনিবার তাঁর ব্রেন ডেথের কথা ঘোষণা করেন চিকিৎসকরা। তারপরই তাঁর পরিবার তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রথমে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলেও সেখানে গ্রহীতা পাওয়া যায়নি, তাই সেখানে থেকে ওই হাসপাতালেরই কলকাতা শাখায় যোগাযোগ করা হয়। সেখানেই খবর মেলে ঝড়খণ্ডের বাসিন্দা দিলচাঁদের হৃদযন্ত্র প্রয়োজন। দু’‌জনেরই রক্তের গ্রুপ মিলে যায় ‘‌এ’‌ পজিটিভ। এরপরই বেঙ্গালুরু থেকে বিশেষ বিমানে সকালে কলকাতা পৌঁছয় বরুণের হৃদযন্ত্র।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.