Header Ads

নির্বাচন যুদ্ধে অংশ নেওয়া শিক্ষকের সঙ্গে চরম অসহযোগীতা প্রশাসনের।

নজরবন্দি ব্যুরো: সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে গিয়েছিলেন দেগঙ্গার রামনগর প্রাথমিক স্কুলের পার্শ্বশিক্ষক মনিরুল ইসলাম।

অভিযোগ, তাঁকে বিনা কারণে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। মাথাতে দশটি সেলাই পড়ে। চোয়ালও ভঙে যায়। চোয়ালে ট্রাকশন লাগিয়ে পড়ে আছেন বাড়িতে। চিকিত্‍সার খরচ চালাতে গিয়ে শেষ হয়েছে জমানো টাকা।
আরও অভিযোগ, সব জানিয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ করা সত্ত্বেও সাহায্য করেনি কেউ।এখন দেগঙ্গার চাঁপাতলার নিজের বাড়িতে শয্যাশায়ী মনিরুল। তিনি বলেন '' চিকিৎসকের কাছ থেকে ফিরে এই অবস্থাতেই যাই জেলাশাসকের কাছে। সেখানে লিখিত আবেদন করার পরে ফের পঞ্চায়েত নির্বাচন বিভাগে আমাকে সবকিছু জানাতে বলা হয়। সেখানেও জানাই। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি,''।এমনি ভাবে নিজের অভিমান উগরে দিলেন ওই শিক্ষক।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.