Header Ads

সবুজ আবিরে বিজয় মিছিল সিঙ্গুরে! চারিদিকে শুধুই ঘাসফুলের সমারোহ!

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর গোটা রাজ্যে উড়ছে সবুজ আবির। চারিদিকে শুধুই ঘাসফুলের সমারোহ। বিজয় উল্লাসে মেতে উঠেছে গোটা রাজ্য। বাদ পড়েনি জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর বাজেমেলিয়া গ্রাম।
সকাল থেকেই সবুজ আবির মেখে পঞ্চায়েত যুদ্ধ জয়ের আনন্দে মেতেছেন এলাকার তৃণমূল কংগ্রেস সমর্থকরা। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে একেবারে ভুলেই গেলেন বাসিন্দারা। বিজয় গর্বে আবির খেলায় মত্ত অবস্থাতেই তাদের প্রশ্ন, "কে কমিশন? কার কমিশন? ওসব মানি না। ভোটে জিতেছি, তাই সবুজ আবির মেখে মিছিল করছি। আরও করবো।" বিরোধীরা কটাক্ষ করলেও তাতে অবশ্য আনন্দে খামতি পড়েনি শাসক শিবিরের।

ছবি প্রতীকী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.