Header Ads

পুলিশের চোখের সামনে বুথে ঢুকে ভোট 'তদারকি' তৃণমূল নেতার।

নজরবন্দি ব্যুরোঃ আজ পুনর্নির্বাচন। আর এখানেও বেনিয়ম থেকে রেহাই পেল না ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটার না হয়েও অবাধে বুথে ঢুকে 'তদারকির' অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে।
জলপাইগুড়ির বড়বাজার ডেঙ্গুয়াঝারের ২০২ নং বুথে অবাধে ভোট তদারকি করলেন তৃণমূল নেতা নিতাই কর। তার সঙ্গে ছিল পাহাড়পুর অঞ্চল সভাপতি শেখ আলমগীর আলি। আজ কোনো কথা না বলে পুলিশের চোখের সামনে বুথের ভেতর ঢুকে পড়েন তিনি।

ভোট ঠিকঠাক হচ্ছে কিনা তা 'তদারকি' করতেই নাকি তিনি ভেতরে ঢোকেন। কিন্তু ভোটার ছাড়া বুথের ভেতর কারো ঢোকার অনুমতি নেই এটা জেনেও কিভাবে তিনি ভেতরে ঢুকলেন। আর গোটা ঘটনাটি ঘটেছে পুলিশের চোখের সামনে। কোনো বাধাই দেয়নি পুলিশ, অভিযোগ ভোটারদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.