Header Ads

হবু শিক্ষকদের আন্দোলন দমনের নতুন থেরাপি! প্রচার গাড়ির ব্যাটারি চুরি করল পুলিশ??

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের শিক্ষিত বেকারদের বেহাল অবস্থা। সেইভাবে নিয়োগ নেই এই রাজ্যে। অনেকে এম এস সি পাস করেও ফলের দোকানে কাজ করছেন। যা চরম লজ্জার ও অপমানের।

নির্বাচনের আগে শিক্ষক নিয়োগের একটা পরিস্থিতি তৈরি হলেও তা কার্যকর হয়নি। আর তাই গত কাল স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক বিষয় নিয়ে উত্তাল হয় তিলোত্তমা। অভিযোগ, পুলিশ ও আন্দোলন কারীদের মধ্যে বচসা ও পরে ধস্তাধস্তি শুরু হয়।



কিন্তু এতকিছু করার পরেও দমাতে পারেনি আন্দোলনের তীব্রতাকে। এর পর পুলিশ আন্দোলনরত বেকার যুবকদের প্রচার গাড়ির ব্যাটারি খুলে নিয়ে পালাতে থাকে বলে অভিযোগ ওঠে। তবে ধরেও ফেলে আন্দোলন রত যুবকরা।



আর এর আগে চাকরীর দাবিতে আন্দোলন কারীদের দমাতে পুলিশকে লাঠি চালাতে দেখেছে এই রাজ্যের মানুষ। কিন্তু এবার দেখল ব্যাটারি চুরি করতে!
আর এই ঘটনার কি ব্যাখ্যা দেবেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী? প্রশ্ন তুলছেন হবু মাস্টাররা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.