Header Ads

স্কুল ক্রীড়া জগতে বাংলার বুকে নতুন পথের সন্ধান দিল বুলস আই শুটিং একাডেমি।

নজরবন্দি ব্যুরো: আসন্ন পঞ্চম পশ্চিমবঙ্গ আন্ত স্কুল শুটিং চ্যাম্পিয়নশীপের সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে ।

বাঁকুড়া সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলের সঙ্গে বুলস আই শুটিং একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই চ্যাম্পিয়নশীপের অন্তম আকর্ষণ হল বেঞ্চ রেস্ট চ্যাম্পিয়নশীপ যা বাংলার রাইফেল শুটিং এ প্রথম ।এছাড়াও ১৪-১৯ বছর বয়সী প্রতিযোগী রাও থাকছে এই চ্যাম্পিয়নশীপে। চলতি মাসের ২২-২৬ মে বাঁকুড়ার সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলের স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত এই চ্যাম্পিয়নশীপে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে।
২০১৬ জুনিয়র ওয়ার্ল্ড কাপ শুটিং থেকে স্বর্ণ পদক জয়ী শুটার আয়ুশী পোদ্দার এই প্রতিযোগিতায় ব্রান্ড অ্যাম্বাসেডর। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শুটিং সংস্থার সভাপতি ভি কে ধাল, কোষাধ্যক্ষ দেবদূত মুখোপাধ্যায়, সরস্বতী দেবী ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান পঙ্কজ কুমার সরকার,ডিরেক্টর অভিজিৎ মুখার্জি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.