Header Ads

আত্মঘাতী হলেন জ্যোতির্ময় দে হত্যা মামলার তদন্তকারী অফিসার!

নজরবন্দি ব্যুরোঃ  নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী হলেন মুম্বাই পুলিসের যুগ্ম কমিশনার হিমাংশু রায়। শুক্রবার দুপুর ১.৪০টা নাগাদ নিজের বাড়িতেই এই ঘটনা ঘটান তিনি।তবে কিছুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই পুলিস-কর্তা।

১৯৮৮ ব্যাচের আইপিএস হিমাংশু অত্যন্ত দক্ষতা পূর্ণ  পুলিস আধিকারিক বলেই মহলে পরিচিত। ২০১৩-সালের আপিএল স্পট ফিক্সিং মামলা থেকে সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলার মতো হাই প্রোফাইল মামলায় অন্যতম তদন্তকারী ছিলেন তিনি।

জানা গেছে, গত কয়েকমাস ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন সেজন্য তাঁকে কড়া মাত্রার স্টেরয়েড নিতে হত বলেও জানিয়েছেন তাঁর পারিবারিক চিকিৎসক। তবে ঠিক কি কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.