Header Ads

অবশেষে কাকদ্বীপের শহীদ সিপি আই(এম) সমর্থকদের মরদেহ হাতে পেলো পরিবার।

নজরবন্দি ব্যুরো: টানা ১২০ ঘন্টা নজিরবিহীন ভাবে লড়াই চালানোর পর অবশেষে দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপের শহীদ সিপি আই(এম) সমর্থক দেবু দাস ও ঊষা দাসের মরদেহ হাতে পেলো তাঁদের একমাত্র সন্তান দীপঙ্কর দাস।


পরিবার সূত্রে খবর, ডায়মন্ডহারবার থেকে মরদেহ আনা হচ্ছে কেওড়াতলা শ্মশানের উদ্দেশ্যে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগেই নৃশংস হত্যাকাণ্ড। ঘটনাস্থল কাকদ্বীপের নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের কাছাড়ি বাড়ি গ্রাম। অভিযোগ, সিপিআই(এম) সমর্থক দেবু দাস ও তাঁর স্ত্রী ঊষা দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।



স্থানীয় সূত্রে খবর, রাত ১২ টা নাগাদ দেবু দাসের ঘরের ভিতরে জানলার ফাঁক দিয়ে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ঘরের মধ্যে তখন ঘুমোচ্ছিলেন দেবু দাস এবং তাঁর স্ত্রী ঊষা দাস। পরিবারের অন্য সদস্যরাও অন্য ঘরে সব ঘুমোচ্ছিলেন। বুঝে ওঠার আগেই আগুন পুড়ে সব শেষ হয়ে যায়। রাত দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলে ঘর থেকে দেবু দাস ও ঊষা দাসের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.