Header Ads

রাজকুমারের মৃত্যুকে আত্মহত্যার নাম দেওয়ার চেষ্টা! কাল রাজ্য জুড়ে বিক্ষোভ শিক্ষক-শিক্ষিকাদের।

নজরবন্দি ব্যুরোঃ ইটাহারে ভোট নিতে যাওয়া করনদিঘি হাই মাদ্রাসা স্কুলের শিক্ষক রাজকুমার রায় নিখোঁজের পর রায়গঞ্জের রেললাইনের ধার থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে দোষীদের গ্রেপ্তারের প্রতিবাদে গণনা প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকেন গতকাল।

ভোট কর্মিরা ঘড়ি মোড়ে দীর্ঘক্ষন অবরোধের পরেও আন্দোলনকারীদের দাবি মতো উপযুক্ত আশ্বাস দিতে ঘটনাস্থলে জেলাশাসক ও পুলিশ সুপার না আসায় আরও তীব্রতর হয় শিক্ষক ও ভোটকর্মীদের আন্দোলন। এই অবস্থায় গতকালই প্রশাসন তথা মহকুমা শাসক আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। তাতে যেন আগুনে ঘৃতাহুতি হয়!

রাজ্যজুড়ে বিক্ষোভ করছেন শিক্ষকরা। নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবী করা হয়েছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি তীব্র নিন্দা করেন এই ঘটনার। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিনহা এক বিবৃতিতে বলেন যে দোষীদের শাস্তি দিতে হবে। আগামীকাল রাজ্যজুড়ে শিক্ষক শিক্ষিকারা কালো ব্যাজ পরে বিক্ষোভ দেখবেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.