Header Ads

পথ দেখাচ্ছে কেরল সরকার।

নজরবন্দি ব্যুরো: তেলের মূল্য বৃদ্ধি নিয়ে বিতর্ক শুরু হয়েছে সারা দেশ জুড়ে। আর এই বিতর্কের মাঝে উদাহরণ হয়ে উঠল কেরল সরকার। দেশের একমাত্র বাম-শাসিত কেরল সরকার জানিয়ে দিলো,

তেলের দাম থেকে বাড়তি কর তাদের সরকার আদায় করবে না। কেরলের অর্থমন্ত্রী তথা সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটির সদস্য টমাস আইজ্যাক বলেছেন, “জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে কেন্দ্র। আগে কোনও কেন্দ্রীয় সরকারের এই অবস্থা হয়নি।কেরলে আমরা তেলের দামের উপরে কর বাড়াচ্ছি না।কেন্দ্র তেলের দাম বাড়ালে, রাজ্যের যে বাড়তি করের ভাগ পাওনা হয়, আমরা সেটাও নেব না।
ফলে কেরলে তেলের দাম অন্য রাজ্যের থেকে কিছুটা কম থাকবে।” কেরালা সরকার পারলে এই খানে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তা কেন পারবে না? এমন প্রশ্ন তুলছেন এই রাজ্যের সাধারণ মানুষ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.