জয়যাত্রা অব্যাহত গেরুয়া ব্রিগেডের। মোদী ম্যাজিকে "পিপিপি কংগ্রেস"!!
নজরবন্দি ব্যুরোঃ কড়া নিরাপত্তায় সকাল ৮ টা থেকে কর্নাটকে শুরু হয়েছে ভোট গণনা। প্রধানমন্ত্রী মোদীর ঘোষণা কে সম্মান জানিয়ে কর্নাটকের জনগনের রায় বিজেপির পক্ষে বর্ষিত হচ্ছে। পাশাপাশি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। কংগ্রেস শতাংশের(এখন পর্যন্ত) দিক থেকে বিজেপির কাছাকাছি ভোট পেলেও আসনসংখ্যার নিরিখে প্রায় অর্ধেক!
শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি জয়ী হয়েছে সাতটি আসনে আর এগিয়ে ১০৫ টি আসনে। কংগ্রেস ৬৬ টি আসনে এগিয়ে আর জয়ী ২ টি তে। জনতা দল সেকুলার ৩৮ টি আসনে এগিয়ে আর জয়ী 2টিতে। এছাড়াও অন্নান্যরা ২টি আসনে এগিয়ে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন ১৫ তারিখ কর্নাটকে ফল ঘোষণা হওয়ার পর জাতীয় কংগ্রেস পিপিপি কংগ্রেস হয়ে যাবে! তার কোথায় পিপিপি-র অর্থ পাঞ্জাব পুদুচেরি পরিবার কংগ্রেস!!
শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি জয়ী হয়েছে সাতটি আসনে আর এগিয়ে ১০৫ টি আসনে। কংগ্রেস ৬৬ টি আসনে এগিয়ে আর জয়ী ২ টি তে। জনতা দল সেকুলার ৩৮ টি আসনে এগিয়ে আর জয়ী 2টিতে। এছাড়াও অন্নান্যরা ২টি আসনে এগিয়ে।
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই ঘোষণা করেছিলেন ১৫ তারিখ কর্নাটকে ফল ঘোষণা হওয়ার পর জাতীয় কংগ্রেস পিপিপি কংগ্রেস হয়ে যাবে! তার কোথায় পিপিপি-র অর্থ পাঞ্জাব পুদুচেরি পরিবার কংগ্রেস!!
No comments