Header Ads

শিক্ষক নিয়োগ কবে? দীর্ঘ আলোচনার পর কি হল সিদ্ধান্ত? পড়ুন।

নজরবন্দি ব্যুরো: নির্বাচনের ফল ঘোষণার পরেও সরকারি স্কুলগুলিতে শূন্যপদে শিক্ষক নিয়োগের তেমন আশ্বাস মিলল না। বুধবার বিকাশভবনের কনফারেন্স রুমে সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন কমিশনার সৌমিত্র মোহন। প্রধান শিক্ষকদের বক্তব্য, সৌমিত্র-বাবু এই সমস্যার কথা মেনে নিলেও এই সমস্যা থেকে বেরনোর কোনও দিশা দিতে পারেননি তিনি।

সরকারি স্কুলগুলিতে শিক্ষকদের নিয়োগ করা হয় পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর মাধ্যমে।

কিন্তু পিএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলি বহুদিন পর পর হওয়ার কারণে এই শূন্যপদ বাড়তে থাকে। আর শিক্ষকের অভাবে ধুঁকতে থাকে স্কুলগুলি। তবে কমিশনার বলেন, পিএসসি যাতে নিয়োগের ব্যাপারে তৎপর হয়, তার জন্য শিক্ষা দপ্তর তাদের অনুরোধ জানাবে।

সরকারি বিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (পশ্চিমবঙ্গ)-র সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, পুজোর মধ্যেই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের শূন্যপদ পূরণের চেষ্টা করছে সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.